রায়হান সিকদার,লোহাগাড়াঃ
ফেনী জেলার বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।
শনিবার (২৪ আগস্ট) উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী ফেনীর ফুলগাজী পশুরাম,ছাগলনাইয়া এলাকার কয়েক হাজার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আলমগীর, মো. মুরশেদ, কাইছার আহম্মেদ চৌধুরী মুন্না ,আনোয়ার হোসেন, মইন উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ এহেছান, মুহাম্মদ দিদার, মিনহাজ উদ্দীন ইমন, মো. খুরশেদ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই যুবদল-ছাত্রদলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীতে এসেছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে ছিলেন এবং আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বন্যার খোজ খবর নিচ্ছেন। আমাদের পক্ষে থেকে তাদেরকে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও মোমবাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।