নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মো. ওসমান, মো. বিনচু (৩০), মো. ওসমান (৩৭), মো. এলাম (২৯) ও সুজন বৈজ (৩০)।
বৃহস্পতিবার (৩০ মে) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক সিএসপি নিউজকে বলেন, হঠাৎ করে নগরের বিভিন্ন স্থানে জুয়াড়ি বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসাবে ফিরিঙ্গিবাজার থেকে আমরা পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি