ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির রোসাংগিরি ইউনিয়নে গ্যসের চুলার আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। এরমধ্যে তিনটি সেমিপাকা এবং চারটি বেড়ার ঘর রয়েছে।
বুধবার (১ মে) ইউপির ৬নং ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই বাড়ির মো. আলি আকবর, মো. জমির, মোহরম আলী, মো. আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দীন বলেন, আমার ঘরের পাশে চাচাতো ভাইদের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মো. আরিফের ঘরে গ্যাসের চুলায় চা দিয়ে বাইরে চলে আসার পর চুলার আগুন থেকেই হটাৎ এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে সাত পরিবারের বসতঘর পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
সিএসপি/বিআরসি