ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ গোলাপ মওলা ও নাজিরহাটের ব্যবসায়ী ও যুবলীগ নেতা এমডি মঈনুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ গোলাপ মাওলাকে ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উস্কানিমূলক বিবৃতি দেয়ায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়।
পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই অপরাধে নাজিরহাটেরর ব্যবসায়ী ও যুবলীগ নেতা এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের কাছ থেকে অর্থদণ্ড আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মেজবাহ উদ্দিন সিএসপি নিউজকে বলেন- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।
সিএসপি/বিআরসি