Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

ফটিকছড়িতে অটোরিকশা ও টমটমের সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির ভুজপুরে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ইছমু আক্তার (৩৫) আজ সোমবার ( ৮ এপ্রিল)  চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত গৃহবধূ ইছমু উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারুল আজিম।

জানা যায়, রোববার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন মারা যান ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. শাকিল (২০)। এছাড়াও এ ঘটনায় গুরুতর আরো দুইজন হলেন-নিহত গৃহবধুর মেয়ে শিশু রাইসা মনি (৬) ও ওয়াজিয়া (১৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম সিএসপি নিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় চারজন রোগী আসেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। অন্য তিনজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তন্মধ্যে একজন গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক ছিল।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আনোয়ারুল আজিম বলেন, ইছমু আক্তার আমার পার্শ্ববর্তী বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা গেছেন। ইছমুর স্বামী ওমান প্রবাসী। তিনি দুই সন্তানের জননী। সোমবার বেলা সাড়ে ৩টায় তার জানাযা শেষে দাফন করা হবে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ