চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে মা ও ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মাসুম (৩০) ও অভিযুক্ত ইয়াসিন ওই এলাকার আলী আহমদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন তাদের মা। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জুলেখার ভাই লোকমান মেম্বার বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, আটকের পর তাকে ভূজপুর থানায় নেওয়া হলে গভীর রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত হয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ পাহারায় আটক ইয়াসিনকে ভূজপুর থানা থেকে সরিয়ে চট্টগ্রামে প্রেরণ করেন।
গত ৩ এপ্রিল ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই ইয়াসিন ছোট ভাই মাসুম ও তার মা জোলেখা খাতুনকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
ঘটনার পরদিন শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর হাসপাতালে মারা যান ছোট ভাই মাসুম। ৬ এপ্রিল সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জুলেখা খাতুন।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ঘাতক ইয়াসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।