ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মো. করিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল পৌনে বারোটার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ১নং ওয়ার্ডের আজিমপুর আদর্শ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত করিমরে বাড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাট সুজানগরে। সে ওই এলাকার মুহাম্মদ শাহজাহানের ছেলে।
জানা যায়-নিহত করিম কারিগর বাড়ির বাসিন্দা কামালের কাছ থেকে বাঁশ কিনেছিলেন। সকালে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন করিম। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর। বাঁশটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান করিম।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- বিদ্যুৎস্পর্শ হয়ে যুবকের মৃত্যু হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি