ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে আর কে নয়ন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মো. সাহেদ (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।
জানা যায়, তারা মোটারসাইকেল যোগে এলাকার আরও কয়েকজনসহ এক আত্মীয়ের বিয়েতে যায়। পরে বিয়ে থেকে পতেঙ্গা সুমুদ্র সৈকতে ঘুরতে যায়। সৈকত থেকে বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মুসা বলেন, এক আত্মীয়ের বিয়ে থেকে নয়নসহ কয়েকজন মোটার সাইকেলযোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মো. মফিজুর জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি নয়নের বাবা প্রবাসী মো. ফজলুল কবির সংযুক্ত আরব আমিরাত আল-আইনের তাওয়াম হসপিটালে মারা যান। প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাবার পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যু হয়।
সিএসপি/বিআরসি