চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাই মাওলানা ইয়াসিনের দায়ের কোপে আহত ছোট ভাই মাসুমের মৃত্যুর পর এবার না ফেরার দেশে পারি জমালেন মা জোলেখা খাতুন (৬০)।
ছোট ভাইয়ের মৃত্যুর একদিন পর আজ রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জোলেখা।
মৃত জুলেখা খাতুন (৬০) উপজেলার ভুজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুজপুর ফকিরা বন গ্রামের ভোঁলা গাজী বাড়ির আলী আহমদের স্ত্রী।
ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন জোলেখা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়।
এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে। তাকে রক্ষা করতে গিয়ে দায়ের কোপে মা জুলেখা খাতুন গুরুতর আহত হন। এ সময় আহত হন ছোট ভাই মাসুমও।
গত শুক্রবার (৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। এর তিন দিনের মাথায় আজ রবিবার আহত মা জুলেখা খাতুনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।