সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও ছাত্রী সংসদের শপথবাক্য পাঠ সম্পন্ন
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিএমটি একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ৮ অক্টোবর, সকাল ১০.০০টায় কলেজ হলরুমে সম্পন্ন হয়। প্রশাসনিক ভবন ৩০১, আইসিটি ভবন ১০২ নং কক্ষে মানবিক শাখার, আইসিটি ভবন ৪০২ নং কক্ষে বিজ্ঞান, ব্যবসায় ও বিএমটি শাখার ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা স্মার্ট বাংলাদেশ’ গড়ার নিমিত্তে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমজের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের অন্যতম শক্তি হচ্ছে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক। কাজেই মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরও একযোগে এগিয়ে আসতে হবে। ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইসমাঈল, সাতকানিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ। ওরিয়েন্টেশন ক্লাস শেষে কলজের শহিদ মিনার প্রাঙ্গনে ছাত্রী সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। ছাত্রী সংসদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তৃতা দেন ভিপি জাকিয়া সোলতানা ও জিএস রহিমা আকতার।