রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রতিভা রাণী দাশ। মায়ের নামে স্কুলারশীপ প্রতিষ্ঠিত করে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে যাচ্ছেন এ সংগঠন। প্রতিভা রাণী দাশ মায়ের নামে এ স্কলারশীপ চালু করেছেন
আমিরাবাদ সুখছড়ি গ্রামের আলোকিত মানুষ,বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক জগতের দিকপাল প্রফেসর ড.দীপক কান্তি দাশ।প্রতি বছর এ ধারাবাহিকতা তারা ধরে রেখেছে। সার্টিফিকেট, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্বারক ক্রেস্ট দিয়ে থাকেন এ স্কলারশীপ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে এবারে উক্ত স্কুলের তিন শিক্ষার্থী পেয়েছে প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশিপ।কৃতি শিক্ষার্থীরা হল যথাক্রমে প্রজ্ঞা প্রদীপ্তা আচার্য্য, জান্নাতুল ফেরদীস সুমাইয়া, ইফতাহুল জান্নাত ইভা।৭ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশীপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। সম্মানিত অতিথি ছিলেন প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশীপের প্রধান পৃষ্টপোষক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক জগতের দিকপাল শ্রদ্ধেয় স্যার ড.দীপক কান্তি দাশ।সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ আলি জিন্নাহ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক, সুখছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি, সনাতনী সম্প্রদায়ের নেতা ডাঃ রিটন দাশ, প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশীপের পৃষ্টপোষক, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক সফল সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।