রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
প্রতিটি ধর্মের মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে বলে মন্তব্যে করেছেন চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মুহাম্মদ শহীদুল্লাহ।
৬ নভেম্বর বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ রোসাইংঙ্গা ঘোনা গৌতম বিহার শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূর মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,চুনতি হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম,যে গ্রাম থেকে ছোটকাল থেকে আমরা দেখে আসছি,প্রতিটি ধর্মের মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। সমৃদ্ধি,সম্প্রীতির নাম চুনতি। সম্প্রীতি বজায় রেখে সুন্দর চুনতি উপহার দিতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদেরই সন্তান,আপনাদের ছেলে যেকোন সময় ডাকবেন আপনাদের ডাকা অতীতের ন্যায় আগামীতেও সাড়া দিবো। আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করবো।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে সাম্য, সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ। সমান অধিকার ও নিরাপত্তা পাওয়া সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার। ধর্ম যার যার, অধিকার সবার।এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এক ও অভিন্ন। আগামীতেও প্রত্যেক সমপ্রদায়ের প্রতিটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি পাশে থাকবে।
অনুষ্ঠানে রোসাইংঙ্গা ঘোনা গৌতম বিহারের পক্ষ থেকে চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর মুহাম্মদ শহীদুল্লাহকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে ধর্মীয় গুরুসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।