পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে চারটি ডাম্পার ট্রাক জব্দ করেছে। এসময় ড্রাইভারসহ চারজনকে আটক করেছে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে এসব গাড়িগুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, টইটং সোনাইছড়ি মাঝের পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে আরশাদুল ইসলাম, টুনু মিয়ার ছেলে আলী হোসেন, বটতলি এলাকার সেনায়েত আলির ছেলে আহমদ হোছেন ও হিরাবনিয়া এলাকার নুরুল আলমের ছেলে আবুল বাশার।
জানা গেছে, উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়া এলাকা থেকে গত দু’মাস ধরে রাতের আধারে পাহাড়ি লাল মাটি কেটে আসছিল একটি চক্র। রাত আড়াইটায় ছদ্মবেশে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন ইউএনও। তখন দুপাশ থেকে আনসার সদস্যরা অস্ত্র তাক করলে ততক্ষণে ড্রাইভারকে রেখে পালিয়ে যান অন্যরা। একে একে জব্দ করা হয় চারটি মাটি ভর্তি ডাম্পার ট্রাক। একই সঙ্গে আটক হয় ড্রাইভারসহ ৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সিএসপি নিউজকে বলেন, আমি পেকুয়ায় যোগদানের পর থেকে মানুষের অসংখ্য অভিযোগ ছিল পাহাড় খেকোরা পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে।
একইসঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নিয়ে যায় তারা। এ কারণে আমরা গত ১৫ দিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এখানে যেসব করাতকল রয়েছে ইতোমধ্যে ১৮টি বন্ধ করে দেয়া হয়েছে। আরো কয়েকটা আছে সেগুলো বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে মাটি কাটা বন্ধ করার জন্য আমরা বিভিন্ন ইনফর্মার লাগিয়েছি, এখন থেকে পেকুয়ার কোথাও পাহাড় কাটার খবর আসলেই রাত বা দিন হোক আমরা অভিযানে যাচ্ছি। অভিযান অব্যাহত থাকবে।
সিএসপি/বিআরসি