পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে নদী থেকে আনোয়ার হোসাইন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ফুফাত ভাই আশেক এলাহি জানান, যুবকের নাম আনোয়ার হোসাইন। সে মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে।
নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, তিন আগে সে লবণ বহনকারী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশিরঝোরায় এলাকায় বোটে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। আজকে সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদী খোঁজতে বের হয়। সকাল ১০ টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান উদ্ধার করে পুলিশকে খবর দেয়া হয়। তার ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা, সে লবণ বহনকারীর বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরহাল দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
সিএসপি/বিআরসি