পেকুয়া প্রতিনিধি:
কুতুবদিয়া চ্যানেল থেকে চিংড়ি পোনা সংগ্রহ করে গাড়ি করে পাচার করার সময় দুইজনকে আটক করে উপজেলা প্রশাসন। এ সময় পোনা বহনকারী গাড়ি ও এক লাখ পাঁচ হাজার পিস চিংড়ি পোনা জব্দ করা হয়।
রোববার (৯ জুন) রাত ১১ টার দিকে পেকুয়া বাজার থেকে এসব পোনা ও গাড়ি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম সিএসপি নিউজকে বলেন, সাগরে সবধরণের মাছ আহরণ ও মাছের রেণু সংগ্রহ নিষিদ্ধ থাকলেও একটি সিন্ডিকেট রাতে বিপুল পরিমান চিংড়ি পোনা পাচার করছিল, এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ ব্যারেল চিংড়ি পোনা, সেখানে প্রায় এক লাখ পাঁচ হাজার পিস পোনা ছিল। একই সঙ্গে পোনা পরিবহণকারী গাড়িও জব্দ ও পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পোনা রাতেই মাতামুহুরি নদীতে অবমুক্ত করা হয়েছে।
সিএসপি/বিআরসি