লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে গৌড়স্থান এলাকায় পাহাড় কাটার দায়ে মো. শফিউল আলম (৩৪ ) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ২ জানুয়ারি ) সন্ধ্যায় তাকে কারাদণ্ডের আদেশ দেন লোহাগাড়া উপজেলা দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
দন্ডপ্রাপ্ত শফিউল আলম ওই এলাকার আহমদ মিয়ার পুত্র।
জানা যায় , উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লাবর পাড়ায় পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
এসময় অভিযুক্ত শফিউল আলমকে পাহাড় কাটার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক শত টাকা জরিমানা করা হয়।
অপরদিকে , উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় ৩ টি স্তুপে ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারিস্তা করিম।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহীদুল ইসলাম,থানা পুলিশের সদস্যরা ও ভূমি অফিসের স্টার্ফরা উপস্থিতি ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, মাটি, পাহাড় খেকো ও অবৈধ ভাবে বালু উত্তোলনে জড়িতদের কোন প্রকার ছাড় নেই। প্রতিদিন উপজেলা প্রশাসন এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লাবর পাড়ায় পাহাড় কাটার সংবাদ পেয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। পাহাড়,কাটার দায়ে শফিউল আলম,নামে এক যুবককে ১বছরের সাজা দেন। একইদিনে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় ৩টি স্তুপে ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।