রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় ডি.জে সাউন্ড বাজানো যাবেনা, অাতশবাজি ফুটানো যাবেনা, পূজা মন্ডপে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
২ অক্টোবর লোহাগাড়া উপজেলা সদরের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের হলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে অাইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ন সম্প্রীতি বজায় রাখতে প্রতিবার আজান ও নামাজের সময় মন্ডপের উচ্চ শব্দপূর্ন মাইক বন্ধ রাখতে হবে। দূর্গা পূজা ঘিরে যাতে করে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং সহ প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।পূজা মন্ডপে গিয়ে মদ্যপান বা মাতলামি করলে তাকে ছাড় দেয়া হবেনা। একইসাথে অধিক ঝুঁকিপূর্ন মন্ডপ গুলোর বাড়তি নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন ওসি।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, পূজা চলাকালীন সময়ে ধর্মীয় গান ব্যাতীত কোন প্রকার ডিজে বা অশালীন গান মন্ডপে বাজানো যাবেনা। একইসাথে কোন ব্যাক্তি বা গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি করেন। পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি পুলিশের একাধিক টিম টহলরত থাকবে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে মেনে সম্পন্ন করতে সকলকে অনুরোধ জানান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই হিরু বিকাশ দে`র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা সুভাষ চন্দ্র নাথ, মাস্টার সুজিত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি দানশীল ব্যক্তিত্ব ডাঃ রিটন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ,সাবেক সভাপতি প্রসেনজিৎ পালন,সাবেক সাধারণ সম্পাদক নরেন দাশ, বর্তমান কমিটির অর্থ,সম্পাদক প্রভাষক অনুপ দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশ, সাংবাদিক খোকন সুশীল সহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, আগামী ২০অক্টেবর সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।