রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আবু তাওসিফ(১৪) নামে এক শিক্ষার্থী পুকুরে ডুবে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৭ সেপ্টেম্বর( শনিবার) বিকেলে উপজেলার আমিরাবাদ ঘোনা পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেওয়ারী খিল এলাকার ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনের পুত্র। এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যায়নরত।
নিহত শিক্ষার্থী আবু তাওসিফের চাচা,স্থানীয় ইউপি সদস্য কাউছার উদ্দিন জানান,গতকাল শুক্রবার বিকেলে তাওসিফ আমিরাবাদ ঘোনা পাড়ায় খালার বাড়িতে বেড়াতে যান। পরের দিন শনিবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গোসল করতে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। বন্ধু সবাই গোসল সেরে উঠে গেলে পুকুরে তাকে দেখতে পাওয়া যায়নি। আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করে সন্ধ্যান না পেলে পুকুরে খুঁজতে খুঁজতে অনেক্ষণ পর স্থানীয়রা ডুবুরী দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে।জরুরি বিভাগের চিকিৎসক বলেন, তাওসিফকে হাসপাতালে নিয়ে আসার পুর্বে মারা যান। এই ঘটনায় নিহতের পরিবারসহ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম জানান,শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ করেননি।