নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, হীনস্বার্থে জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলা হয়েছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ব্যথিত করে। এজন্য বধ্যভূমি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি।
সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন মেয়র।
মেয়র বলেন, ইতোমধ্যে বধ্যভূমির ডিজাইন ও এস্টিমেশন সম্পন্ন হয়েছে। শিগগির বধ্যভূমি পুনঃনির্মাণের কাজ শুরু হবে।
এসময় মেয়র বধ্যভূমি পরিদর্শন করেন এবং বধ্যভূমির উন্নয়নে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কাউন্সিলর ও কর্মকর্তারা।
সিএসপি/বিআরসি