নিজস্ব প্রতিবেদক:
নগরের পাহাড়তলী এলাকা থেকে চার চাঁদাবাজকে আটক করেছে র্যাব।
শনিবার (২০ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাবের নাম দিয়ে চাঁদা আদায় করছে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পরই তাদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাহাড়তলীর এ-ব্লক বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর বিভিন্ন বাস, টেম্পো ও সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে খবর পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন-মো. শফি (৫৮), মো. আবুল কালাম আজাদ (৫৪), মো. রাশেদ (৩২), মো. শাকিল (২৮),
এসময় আসামিদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৪৪ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়।
আসামিরা জানায়, তারা গত ৪/৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজি, বাস, টেম্পো ও মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বিভিন্ন সময় র্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নাম্বার লিখে টোকেন সরবরাহ করে থাকে। এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকি দিয়ে বিভিন্ন গাড়ি হতে ২০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো বলে তারা স্বীকার করে।
আটক আসামি এবং জব্দকৃত আলামতসহ পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
সিএসপি/বিআরসি