নিজস্ব প্রতিবেদক
নগরের পাহাড়তলী এলাকায় ট্রাকের ধাক্কায় ইস্কুটির আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১টায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (৩৪) ও একই এলাকার মৃত ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২)। নিহত শারমিন আক্তার চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, পাহাড়তলী থানার হাক্কানী পেট্রোল পাম্পের পাশে একটি ট্রাক ইস্কুটিকে ধাক্কা দেয়। এতে ইস্কুটিতে থাকা আইন কলেজের ছাত্রী ও যুবক গুরুতর আহত হন। পথচারীরা তাদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
সিএসপি/বিআরসি