রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সা্থে পানি মিশ্রিত করে বিক্রি করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেট্রোল পাম্পের ম্যানেজার রিয়াজ(২৩) কে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার এএসআই মাসুকুর রহমান, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ পুলিশ বাহিনি ও আনসার বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এক ব্যক্তি পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশন থেকে অকটেন কিনেছিল।অকটেন তার গাড়িতে ঢুকার সাথে সাথে গাড়িটি বন্ধ হয়ে যায়।পরে বিষয়টি আমাকে অবহিত করেন। সরেজমিনে এসে প্রমাণাদি পেয়ে অকটেনের সাথে পানি মিশিয়ে ভেজাল পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারামতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোল পাম্পের ম্যানেজার রিয়াজকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিশোধন করার আগ পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।