Logo
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন`র কমিটি গঠনঃ সভাপতি এডভোকেট আনোয়ার,সম্পাদক কাজি জসিম স্বনির্ভর বাংলাদেশ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং হাতির সুরক্ষা নিশ্চিতকরণে টহল,পথচারি ও শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেঃ নূর মুহাম্মদ শহীদুল্লাহ লোহাগাড়ায় উৎসবমূখর পরিবেশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির কার্যক্রম প্রতিটি ধর্মের মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেঃ নূর মোহাম্মদ শহীদুল্লাহ আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়াজকদের সংবাদ সম্মেলন ডা: তাহমিনা সোলতানা ডেজি`র তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাইট্টা কাসেম আটক,ইয়াবা উদ্ধার নাগরদোলায় চড়তে গিয়ে প্রান গেল কিশোরের

পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব অনুষ্ঠিত

পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।গত ১৭ নভেম্বর ২০২৩ইং তারিখে পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব সম্পন্ন হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে সকাল বেলা ১৫তম সংঘনায়ক ভদন্ত অমরচাঁদ মহাথের ও ২০ তম সংঘনায়ক সুমনাতিষ্য মহাথের স্মরণে অষ্ঠপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান। ২য় পর্বে ভদন্ত ধর্মসেনাপতি অভয়নন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের। স্বাগত ভাষণ প্রধান করেন বিহার অধ্যক্ষ ভদন্ত তিস্সানন্দ মহাথের। মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত করুনতিস্স ভিক্ষু, প্রধান ধর্মদেশক ভদন্ত তনংকর ভিক্ষু, সদ্ধর্মদেশনায় ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত ধর্মানান্দ মহাথের, ভদন্ত সুখানন্দ থের, ভদন্ত রাহুলানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দীলু চৌধুরী বড়–য়া, ১৪নং বাগোয়ান পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়–য়া, ডা. পরিতোষ বড়–য়া, অলক বড়–য়া বিটু, প্রকৌশলী দীপক বড়–য়া, শিবলু বড়–য়া, বিহার কমিটির সভাপতি ইউপি সদস্য শ্যামল বড়–য়া সিন্টু, সাধারণ সম্পাদক দিবাকর চৌধুরী, চীবরপরিক্রমা করেন টুটুল বড়–য়া, টিপু বড়–য়া, বিপ্লব বিজয়, সীমান্ত বড়–য়া, পঞ্চশীল প্রার্থনায় সুমন বড়–য়া, উদ্বোধনী সংগীত কথা ও সুর- প্রবাকর চৌধুরী, পরিবেশনায় ইমন বড়–য়া, ঐত্রিলা চৌধুরী, সীমন্তি বড়–য়া ও সৃষ্টি বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালনায় বিহার কমিটির অর্থ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় বড়–য়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ