নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বোল্ড কাটার ও ধারালো টিপ ছোরাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-খাগড়াছড়ি বাটতলীর মৃত আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান অমিত (২২), বাঁশখালী ছনুয়া ইউনিয়নের মো. ইদ্রিস আলীর ছেলে মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (৩২), হাটহাজারীর আলীপুর গ্রামের ছগির আহমদের ছেলে সম্রাট (৩৫) এবং টেকনাফের কালিয়াপাড়ার গুরা মিয়ার ছেলে মো. আমিন প্রকাশ আব্দুল আমিন (২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক সিএসপি নিউজকে বলেন, আটক আসামিরা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হলে তাদের তল্লাশি করে বোল্ড কাটার ও ধারালো টিপ ছোরা উদ্ধার করি। শহরে বিভিন্ন জায়গা থেকে তারা মোটরসাইকেল ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিএসপি/বিআরসি