Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে-সিভাসু উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে -ছাত্রশিবির সভাপতি

পদুয়ায় সুইস পার্কে বিয়ে অনুষ্ঠানে প্রায় ১০ভরি স্বর্ণালংকার চুরি

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের সুইস পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ১০ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় মোজাফ্ফর আহমদের পুত্র আরিফুল ইসলাম (২৩) এর সাথে একই ইউনিয়নের বদুর পাড়া এলাকার মেয়ে নাছরিন সুলতানা রেশমির বিবাহ অনুষ্ঠান চলছিল। বেলা ৩টার দিকে বরের আগমন করলে গাড়ি থেকে ক্লাবের দ্বিতীয় তলায় গেলে স্বর্ণের একটি শপিং ব্যাগ হস্তান্তর করার সাথে সাথে স্বর্ণের ব্যাগটি চুরি করে নিয়ে যায়। প্রায় ১০ভরির মত স্বর্ণালংকার নিয়ে গেছে বলে বরের আপন চাচাত বোন কবি জোৎনা হক জানিয়েছেন। ১০ ভরি স্বর্ণের দাম আনুমানিক সাড়ে ৯লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
এসময় পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন,লোহাগাড়া থানার এসআই নয়ন,মহসিন খন্দকার,মাসুকসহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ