রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পদুয়া সুইজপার্ক ক্লাবের হল রুমে এক মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সালা উদ্দিন চৌধুরী সোহেল।
পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি এস এম জাকারিয়া।
কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন,লোহাগাড়ে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক কোম্পানী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী,লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মুসলিম উদ্দিন,দক্ষিণ জেলা শ্রমিকদলের অর্থ সম্পাদক ফৌজুল কবির, লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি,পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর আলী, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক জেয়াবুল হোসেন,পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।সভায় উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।