রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ধলিবিলা এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটির টপ সয়েল কাটার অপরাধে এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তের নাম মোস্তাফিজুর রহমান (৪৮)। সে উপজেলার পদুয়ার পশ্চিম বাগমুয়ার আহমেদ ছফার পুত্র।
৯ জানুয়ারী দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ধলিবিলা এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটির টপ সয়েল কাটছিল মোস্তফিজ। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে মাটির টপ সয়েল কাটার অপরাধে মোস্তফিজুর রহমান অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করে। এছাড়া এ ধরণের বিধি বহির্ভূত কাজ আর করবে না মর্মে অংগীকার নামা প্রদান করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।