নিজস্ব প্রতিবেদক:
নগরীতে রিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে তাছলিমা হাসান তায়েবা (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পতেঙ্গার কাঠগড় এলাকার বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা নগরের ইপিজেড এলাকার কাজীর গলির মো. হাসানের মেয়ে।
জানা যায়, চট্টমেট্রো-ঢ ৮১-৪৪৯৭ নাম্বারধারী লরি বেপরোয়া গতিতে আসার সময় রিকশার সামনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সিএসপি/বিআরসি