নিজস্ব প্রতিবেদক:
নগরের পতেঙ্গায় একটি ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ১৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, নুরুল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), জাফর আলমের ছেলে মফিজুর রহমান (৪৫) ও নাছির আহমেদের ছেলে এমরাম (২৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সিএসপি নিউজকে বলেন, ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়ে আহতদের চমেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সিএসপি/বিআরসি