নিজস্ব প্রতিবেদক:
নগরের দক্ষিণ পতেঙ্গায় ঝিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শুক্রবার (২৮ জুন) দুপুরে ফুলছড়িপাড়ার একটি ঝিলের পাড়ে এ দুটি অস্ত্র পাওয়া যায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সিএসপি নিউজকে বলেন, দুপুরে খবর পেয়ে ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছি। অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখেছে সেটি এখনো জানা যায় নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
সিএসপি/বিআরসি