চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি দেশীয় অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অস্ত্র ও মাদক কারবারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের একটি বোটও জব্দ করে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন-আনোয়ারা উপজেলার মো. ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম সামী (২৬)। আটক দুজনের বিরুদ্ধে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে জানিয়ে কোস্টগার্ড থেকে বলা হয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কোস্টগার্ড দুইজনকে গ্রেপ্তার করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।