পটিয়া প্রতিনিধি:
পটিয়ায় হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার ও জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের মধ্যে স্থানীয় অটোরিকশা স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা ও গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, উভয় গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় দুই রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
রোববার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে পটিয়ার বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন সিএসপি নিউজকে জানান, আমি এলাকার বাইরে আছি। ঘটনাস্থলে পুলিশ গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।
সিএসপি/বিআরসি