Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

পটিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মৌলানা নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেট সংলগ্ন এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪)। তিনি ওই এলাকার মরহুম মৌলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান।

তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, আজ সকাল সোয়া ১১টার সময় রাস্তা পার হতে গেলে কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, দুর্ঘটানার খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন

তবে গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। সনাক্তের চেষ্টা চলছে জানালেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ