নিজস্ব প্রতিবেদক:
নগরের পাহাড়তলী থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হক প্রকাশ মিরা ছৈয়াল কাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা যায়, আসামী কাদের নোয়াখালীর কবিরহাট থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
রোববার (২৪ মার্চ) দীর্ঘ ১৫ বছর পর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নোয়াখালী জেলার কবিরহাট থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামি নগরের পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে আসামি জিজ্ঞাসাবাদে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এবং সর্বশেষ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থান করে আসছিল।
র্যাব জানায়, আসামীকে নোয়াখালীর কবিরহাট থানা পুলিশেরকাছে হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি