নিজস্ব প্রতিবেদক:
নগরীতে অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও প্রক্রিয়াকরণের অপরাধে তিনটি সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২৮ মার্চ) উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তাধিকারের চট্টগ্রামে একটি টিম।
অভিযানে আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা ও হোসেন ফুডস কোম্পানিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জাতীয় ভোক্তাধিকারের চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অভিযোগে আজ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।
সিএসপি/বিআরসি