Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে-সিভাসু উপাচার্য

নির্বাচন করতে এসেছি টাকা-পয়সা রোজগার করার জন্য নয়, মানব সেবা করার জন্যঃ এম.এ মোতালেব সিআইপি

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ নির্বাচিত হলে সততা, নিষ্ঠার সাথে জনগণের সেবা করব। লোহাগাড়া-সাতকানিয়ায় সাধারণ মানুষকে কোন প্রকার হয়রানী করতে দেওয়া যাবেনা।গায়েবী মামলা হতে দেওয়া যাবেনা। তাই আগামী ৭ জানুয়ারী ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে লোহাগাড়া-সাতকানিয়ার মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি। তিনি জানান, নির্বাচন করতে এসেছি টাকা-পয়সা রোজগার করার জন্য, আচারণ খারাপ করার জন্য নয় মানুষের সেবক হতে এসেছি।আল্লাহ অনেক কিছু দিয়েছেন। নির্বাচিত হলে এলাকার কাউকে হয়রানী করা হবেনা। আমি শিক্ষক ছিলাম, পরিশ্রম করে এ অবস্থানে এসেছি।এখন শুধু মানুষের সেবক হওয়ার জন্য। লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ অনেক নিপীড়িত, নির্যাতিত।সাতকানিয়া-লোহাগাড়ায় উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা নিবো। আমার সাতকানিয়া-লোহাগাড়া নিয়ে পরিকল্পনা ইতিমধ্যে নির্বাচনী ইশতিহার ঘোষনা করেছি।চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম. এ মোতালেব সিআইপির সমর্থনে ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার আধুনগর মরা ডলুকুল মাদ্রাসা সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায়বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আধুনগর ইউনিয়ন পরিষদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, রাজস্থান`র চেয়ারম্যান শিল্পপতি আবু কাওছার। আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল মন্নানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মামুুন-উর-রশিদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ রাসু, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ সেলিম উল্যাহ,আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ, দক্ষিণ জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল উদ্দিন, শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলামের ভাগিনা নুরুচ্ছাফা,সৌদি প্রবাসী বাহার উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, সুমন, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদুল হাসান, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, যুবলীগ নেতা কাইছার হাসান শান্ত,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সাবেক মেম্বার আবদুল মালেক, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, উপজেলা ছাত্রলীগ নেতা জিহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ