Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

নিত্যপণ্যে বেশি দামে বিক্রি,লোহাগাড়ায় ১৩টি মামলায় ৬৮হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অতিরিক্ত দামে নিত্যপণ্যে বিক্রি করার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বেশি দামে নিত্যপণ্যে বিক্রি অভিযোগে ১৩টি মামলায় মোট ৬৮হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

২৮ অক্টোবর সকালে উপজেলা সদরে বটতলী স্টেশনে বিভিন্ন এলাকায় ভ্রামামাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযান কালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আবু সাঈদ,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, সেনাবাহিনী,পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও অন্যান্যারা উপস্থিত ছিলেন।

অভিযানে দোকানগুলোর মধ্যে ছিল কাঁচা তরকারির দোকান,পেঁয়াজের দোকান,ডিমের দোকান, মুরগীর দোকান এবং সড়কের দু`পাশে বসা ভাসমান দোকান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, নিত্যপণ্যের দাম বাড়ানোর শুরু থেকে আমাদের উপজেলা প্রশাসনের অভিযান চলছে। সিন্ডিকেট করে কোন প্রকার ব্যবসা পরিচালনা করা যাবেনা। সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপণ্যের দাম বেশি নেওয়ায় ১৩টি মামলায় ৬৮হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

সংবাদ প্রেরকঃ রায়হান সিকদার,লোহাগাড়া,চট্টগ্রাম,তারিখঃ ২৮/১০/২০২৪ইং, মোবাইল নং ০১৮১৭২৬৮৪৭০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ