Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

নিত্যপণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ অভিযান শুরু হয়।

জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে কর্ণেলহাট কাঁচাবাজার, আফমি প্লাজা (পাঁচলাইশ) ও চৌধুরীপাড়া বাজারে (হালিশহর, আগ্রাবাদ) অভিযান চালানো হয়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে আফমি প্লাজায় (পাঁচলাইশ) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি এ অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় পাঁচটি মামলায় ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে কর্ণেলহাট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব।

তিনি অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ মামলায় ৫ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়াও চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ)-এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ