নিজস্ব প্রতিবেদকঃ নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ অভিযান শুরু হয়।
জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে কর্ণেলহাট কাঁচাবাজার, আফমি প্লাজা (পাঁচলাইশ) ও চৌধুরীপাড়া বাজারে (হালিশহর, আগ্রাবাদ) অভিযান চালানো হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে আফমি প্লাজায় (পাঁচলাইশ) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি এ অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় পাঁচটি মামলায় ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে কর্ণেলহাট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব।
তিনি অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ মামলায় ৫ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ)-এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।