Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন,  তিন দোকানদারকে জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার মনিটরিং ও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় তিন দোকানদারকে  মোট ২৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

৪মার্চ (মঙ্গলবার) দুপুরে উপজেলার আধুনগর বাজারে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলমান রয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলার আধুনগর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় তিনজন দোকানদারকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ