Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

নাগরদোলায় চড়তে গিয়ে প্রান গেল কিশোরের

রায়হান সিকদার,লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলায় চড়তে গিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ( ৪ নভেম্বর ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নজুমুনিচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবদুল্লাহ আল নোমান (১৭)।সে ওই এলাকার আবু বক্করের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলা সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রসার বার্ষিক সভা উপলক্ষে মাদ্রসার আশেপাশে দোকানসহ নাগরদোলা ও চরকি বসানো হয়।রাতে নোমান নাগরদোলায় চড়তে বসেন। এসময় নাগরদোলা ঘুরতে শুরু হলে অসাবধানতাঃবসত অপর আরেকটির ধাক্কায় নোমানের মাথায় মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোর নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাগরদোলার পরিচালনায় দায়িত্বে থাকা সদস্যরা পালিয়ে গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ