Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

নদী ভাঙ্গন থেকে রক্ষায় হাঙ্গরখালের সাইডে ওয়াল নির্মাণ, ষড়ষন্ত্র চালাচ্ছে কচুক্রীমহল

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা একটি জনগুরুত্বপুর্ণ এলাকা । এ এলাকার পার্শ্বে রয়েছে হাঙ্গরখাল। যার পাশে মসজিদ, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফোরকানিয়া মাদ্রাসা। এ এলাকার এমন একটি চিত্র ছিল হাঙ্গর খালের ভাঙ্গনে অনেক ঘর বিলীন হওয়ার পথে। বিষয়টি ওই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নুরুল আমিন দেখতে পেলে সৌদি আরবের এক নাগরিক শেখ সাদিদ বিন আয়াদকে চিত্রগুলো দেখান। এলাকার এমন চিত্র দেখে তিনি তার পক্ষ থেকে ৬০মিটার নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য সাইড ওয়াল দেওয়ার জন্য অনুদান প্রদান করেন নুরুল আমিনের মাধ্যমে।

স্থানীয় এলাকাবাসী ও নুরুল আমিনের সহযোগীতা নিয়ে ও কাজ সম্পন্ন হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল এমন কাজে বাঁধাগ্রস্ত করতে ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, ফরিয়াদেরকুল এলাকার পার্শ্বে হাঙ্গরখাল। স্কুলের পাশে ৬০মিটারে ওয়ালের কাজ সম্পন্ন করা হয়েছে। এগুলো অনুদান দিয়েছেন সৌদি আরবের এক নাগরিক শেখ সাদিদ বিন আয়াদ।

স্থানীয় এলাকার বাসিন্দা, শিল্পপতি ও মধুবনের মালিক মোঃ শব্বির আহমদ জানান, আমাদের এলাকার পাশে রয়েছে খাল। বর্ষা মৌসমে পানির তীব্র স্রোতের কারণে খালের পাড় ভেঙ্গে যায়। এলাকার বাসিন্দা নুরুল আমিন সৌদি আরবের একজন শেখ থেকে খালের ভাঙ্গন রক্ষা পেতে অনুদান এনে কাজ টি সম্পন্ন করেছেন। কিন্তু একটি কুচক্রীমহল এ এলাকার কাজকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা কাজি মোঃ জসিম উদ্দিন জানান, আমাদের এলাকার পার্শ্বে খাল। খালের পাড় ভেঙ্গে যায় প্রতিনিয়নত। আমাদের এলাকার বাসিন্দা নুরুল আমিন সৌদি নাগরিককে বলে একটি অনুদান এনেছেন নদী ভাঙ্গন রক্ষা পেতে। ইতিমধ্যে ৬০মিটারের ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। আরও ৬০মিটার ওয়ালের অনুদান দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এলাকার কিছু কুচক্রীমহল আমাদের এলাকার উন্নয়ন কাজ সহ্য হয়না। তারা ভাল কাজে বাঁধা প্রদান করছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।

স্থানীয় এলাকার বাসিন্দা জমির উদ্দিন জানান, আমাদের এলাকাটি অনেক অবহেলিত। এলাকার বাসিন্দা নুরুল আমিন সাহেব সৌদি একজন নাগরিককে বলে নদী ভাঙ্গণ রক্ষা করলে সাইড ওয়াল নির্মাণের জন্য অনুদান দিয়েছেন কাজও সম্পন্ন হয়েছে। কিন্তু এলাকার কিছু দুষ্ঠ প্রকৃতির লোকজন ভাল, উন্নয়ন কাজে বাঁধাগ্রস্ত করতে ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ