Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

নতুনভাবে চট্টগ্রাম শহর গড়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান মেয়রের

বাংলা নববর্ষ উপলক্ষ্যে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নতুনভাবে চট্টগ্রাম শহর গড়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ সোমবার সকালে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে আয়োজিত নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ডা. শাহাদাত।

এতে অংশ নেন সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রাটি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, সবাই মিলে একটি ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম গড়তে হবে। এজন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য একটি স্বপ্নের নগরী—যা গড়তে হলে প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে।

শোভাযাত্রাটি পুরো এলাকা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মুখরিত করে তোলে, আর নগরবাসীর মধ্যে একটি নতুন আশা ও উদ্যোগের বার্তা পৌঁছে দেয়।

র‍্যালিতে অংশ নেন- চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল ও সমাজকল্যাণ কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ