সিএসপি ডেস্ক:
নগরের চান্দগাঁও ও চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ ইব্রাহিম খলিল উল্লাহ (৩১) ও তাকরিমুল কাদের (৩২) নামে যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫ শত ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২০ মার্চ) পৃথক দুই অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চান্দগাঁওয়ের বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা কমপ্লেক্সের দক্ষিণ দিকে ভান্ডারির টং দোকানের সামনে থেকে ১নং আসামি ইব্রাহিম খলিল উল্লাহকে ২ শত পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে চকবাজারের চন্দনপুরা মাজার গলি মনু মিয়াজি লেইনের ফজল মেম্বার বাড়ির তাকরিমুল কাদেরের বসতঘর থেকে ২নং আসামি তাকরিমুল কাদেরকে ১ হাজার ৩ শত ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আজ বুধবার এ বিষয়ে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি