নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় কিশোর গ্যাংয়ের মোট ৩৩ সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের পাঁচলাইশের ফরেস্টগেট রেলক্রসিং এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রুবেলসহ ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। একই থানার মোহাম্মদপুর এয়ারবিল টাওয়ার এলাকায় বাচা গ্রুপের প্রধান বাচা মিয়া ওরফে বাচা সোহেলের নেতৃত্বে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।
একই সঙ্গে বায়েজিদ বোস্তামীর পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে জনি গ্রুপের পাঁচজনকে আটক করা হয়। পাহাড়তলী থানার ১২ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাজ্জাদ গ্রুপের সাতজন আটক করা হয়। একই থানার সরাইপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাকিব গ্রুপের ছয়জনকে আটক করা হয়। নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে বিপুল গ্রুপের চারজনকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সিএসপি নিউজকে বলেন, ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা ও বাড়িতে যাতায়াত করতে পারে।
এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি