সিএসপি ডেস্ক:
নগরের কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চারটি টিপছোড়াসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।
পুলিশ জানায়, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে নগরের কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি