নিজস্ব প্রতিবেদক:
নগরের বন্দর থানার আবিদারপাড়া এলাকার একটি খাল থেকে ৭/৮ বছর বয়সী জসিম উদ্দিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুন) স্থানীয় লোকজন খবর দিলে থানা পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জসিম উদ্দিন নগরের ডবলমুরিং এলাকায় মা-বাবার সঙ্গে বসবাস করত। বাবা রিক্সা চালক। মা বাক প্রতিবন্ধী। তার লাশ যে খাল থেকে উদ্ধার করা হয়েছে খালটি ডবলমুরিং থানা ও বন্দর থানা এলাকার সীমানায় অবস্থিত বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, খালের মতো বড় নালায় ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সেখানে ওসি তদন্ত আছেন। ঘটনাটি তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানতে পারবো ঘটনার আসল রহস্য।
সিএসপি/বিআরসি