সিএসপি ডেস্কঃ
নগরীর ব্রীজঘাটা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ)১ হাজার ৫০ পিস ইয়াবাসহ নুরুন্নবী ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।
কোতোয়ালী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির ব্রীজঘাট রহমান সওদাগরের ডাবের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. নুরুন্নবী ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সিএসপি নিউজকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিএসপি/বিআরসি