মিরসরাই প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামের মিরসরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার আবুল কালামের ছেলে।
রোববার (৯ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আফ্রিকার লোতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মো. সাইফউদ্দিন জানান, দক্ষিণ আফ্রিকার ওমালাঙ্গায় নজরুলের একটা সুপারশপের দোকান রয়েছে। রোববার সকালে নজরুল ইসলাম গাড়ি চালিয়ে মালামাল ডেলিভারি দিয়ে ফেরার পথে লোতার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে রেখেছে।
তিনি আরও জানান, ২০১৫ সালে নজরুল দক্ষিণ আফ্রিকায় যান। দুয়েক মাস পর ছুটি নিয়ে দেশে আসার কথা ছিল। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির বলেন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম মারা গেছে বলে খবর পেয়েছি।
সিএসপি/বিআরসি