কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চেয়ারম্যানঘাটা এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে হারুনুর রশীদ (৪০) নামে এক প্রবাসী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডের আশুরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ একই এলাকার নুরুল আলমের ছেলে।
জানা যায়, হারুনুর রশীদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত আট দিন আগে তিনি বাংলাদেশে আসেন। এখানে আসার পর চারদিন আগে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
সর্বশেষ রোববার রাত ১০টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্ত্রী রহিমা।
পরে মেয়ে এসে পিতার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এসে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তার কন্যা রাবেয়া সুলতানা নিহার ভাষ্যমতে, তাকে বাবার জন্য চা বানিয়ে দিতে বলা হয়। সে চা বানিয়ে তার মায়ের হাতে দেয়, পরে তার মা চায়ের কাপ নিয়ে গিয়ে হারুনুর রশীদকে দেন। অল্প কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ ছটফট করতে শুরু করে।
এ সময় বিছানায় বাবাকে শুয়ে দিয়ে আমাকে দোকানে পাঠান আম্মু। পরে বাড়ি ফিরে এসে দেখি ঘরের সব লাইট বন্ধ। বাবার বেডরুমে গিয়ে লাইট দিতেই রক্তাক্ত মরদেহ দেখতে পাই।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান সিএসপি নিউজকে বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
সিএসপি/বিআরসি