Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

দেশসেরা ইন্টারনেট “উদয়” এখন লোহাগাড়ায়!

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

নিরবিচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সেবা আপনার দৌড় গোড়ায় পৌঁছে দিতে দেশসেরা ইন্টারনেট “উদয়” এখন লোহাগাড়ায়! দেশ সেরা দ্রুতগতির ব্রডব্যান্ড WIFI ইন্টারনেট এ সেবা দিতে লোহাগাড়ায় “উদয়” ইন্টারনেট সেবা`র উদ্বোধন করা হয়েছে।

২৯ নভেম্বর সন্ধ্যায় “ফাস্ট টেক নেটওয়ার্ক”এর পরিচালনায় উপজেলা সদরে বটতলী স্টেশনস্থ বদিউর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় উদয় এর অফিস কার্যালয়ে WIFI ইন্টারনেট সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদী।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর,কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ হাসান।

“উদয়” ইন্টারনেট সেবা লোহাগাড়া শাখার পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক, হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু, আমিরাবাদ ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আরিফ উল্লাহ,ওয়েল ফুড লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম,স্যামসাং শো রুমের লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন, সালা উদ্দিন হিরু,বড়হাতিয়া ইউপির মেম্বার আজিজুল হক,আমিরাবাদ ইউপি সাবেক সদস্য আইয়ুব ,”উদয়” ইন্টারনেট সেবা লোহাগাড়া শাখার পরিচালক সাইফ আল মুবিনসহ অনেকেই।

অনুষ্ঠানে দোআ মোনাজাত পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিন,বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ